| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ


২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ


রহমত নিউজ     08 February, 2025     02:10 PM    


তাসমিয়া ট্রাস্ট বাংলাদেশের ব্যবস্থাপনা ও জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচরের উদ্যোগে আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী “নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ”। ২৭ মার্চ পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ। 

মুফতী রফিকুল ইসলাম আল মাদানীর তত্বাবধানে জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচরে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

কতৃপক্ষ জানায়, আর্থিকভাবে অসচ্ছলদের জন্য ভর্তি ও থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি। সেই সাথে প্রশিক্ষণ শেষে ভালো ফলাফল অর্জনকারীদের জন্য সার্টিফিকেট ও ভালো খেদমতের ব্যবস্থা থাকবে। 

ভর্তির জন্য যা প্রয়োজন :
১। ন্যূনতম দাওরায়ে হাদিস বা সমমানের শিক্ষাসম্পন্ন
২। প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে আসতে হবে
৩। যারা সার্টিফিকেট পাননি, তারা প্রবেশপত্র সাথে নিয়ে আসতে হবে
৪। ভালো ফলাফল অর্জনকারীদের জন্য থাকবে মানসম্মত খেদমতের ব্যবস্থা
৫। প্রয়োজনীয় বেডিংপত্র সাথে আনতে হবে

যোগাযোগ :

তাসমিয়া ট্রাস্ট বাংলাদেশ : ০১৭৬৬৬৭৩২৮৮